খেলাধুলা ১৩ অক্টোবর, ২০২২ ১০:০৭

আশা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক:ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন আগেই শেষ। পাকিস্তারে বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। মাঠে নেমে পাওয়ার প্ল্যাতে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।আজ শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করছে দলে।আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আজ টাইগাররা ফের বদল এনেছিল উদ্বোধনী জুটিতে। শান্ত ও সৌম্য সরকার নেমেছিলেন ওপেন করতে। কিন্তু পরিবর্তনেও খুব একটা ফল আসেনি।

সৌম্যের বিদায়ের পর বেশকয়েকটি দৃষ্টিনন্দর শট খেলেন লিটন দাস। হাসনাইনের একই ওভারে তৃতীয় বলটি উঠে আসায় টেনে স্ট্রেটে চার মারেন লিটন। এটি যদি সুন্দর শট হয় পরেরটি তাহলে ফ্রেমে বেঁধে রাখার মতো! ডাউন দ্য উইকেট এসে সোজা ব্যাটে হাসনাইনের মাথার ওপর দিয়ে চার। গর্জিয়াস! কোনো বোলারই এমন শট পছন্দ করবে না। ওভারে তিন চার হজম করেন হাসনাইন।

তবে পঞ্চম ওভারেই আউট হয়ে যেতে পারতেন লিটন। হাসনাইনের শেষ বলে পয়েন্টে লিটনের ক্যাচ ফেলেন শান মাসুদ। তিনি বেঁচে গেলেও ফিরতে হয়েছে এবার শান্তকে। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলতে না পারায় খানিকটা চাপে ছিলেন নাজমুল হোসেন। দুটি চার মেরে চাপ কাটানোর চেষ্টাও করেন। ষষ্ঠ ওভারে ওয়াসিমকে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাতে ১৩ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৪ রান। 

 

আমাদের কাগজ//টিএ