রাজনীতি ১৩ অক্টোবর, ২০২২ ০২:৩০

গাইবান্ধার নির্বাচনে ইসির সিদ্ধান্তে জনগণ হতবাক হয়েছে: তথ্যমন্ত্রী

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষণার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভোট গ্রহন বন্ধ হওয়ায় জনগণ হতবাক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, নির্বাচনে কোথাও কোনো গণ্ডগোল হয়নি। এমন অভিযোগও ছিল না। তবুও ইসির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন ভোটাররা।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওটা আসলে কতটা সঠিক ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ইসির সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে এতে সরকারের কোনো ভূমিকা নেই। কমিশনের সিদ্ধান্তই সবার উপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি যে তত্ত্ববধায়কের কথা বলে সেটার কোনো প্রয়োজন নেই।