সারাদেশ ১৪ অক্টোবর, ২০২২ ১০:২২

খাগড়াছড়িতে ভারত থেকে আনা বুদ্ধমূর্তিসহ মূল্যবান পণ্য জব্দ

ট্যাক্স ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বুদ্ধমূর্তিসহ বেশ কিছু পণ্য জব্দ করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এ সময় কুরিয়ার সার্ভিসের তিন কর্মীকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের নারিকেল বাগান এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

আটককৃত কুরিয়ার সার্ভিসের কর্মীরা হলেন, খাগড়াছড়ি কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আমজাদ হোসেন, পার্সেল সহকারী বাদল হোসেন ও ঝন্টু সিংহ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি ও পুলিশকে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যগুলো হলো পিতলের তৈরি ১০টি বুদ্ধমূর্তি, ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি, ২৪০ পিস ভারতীয় লুঙ্গি, ৩৪ সেট ভারতীয় চীবর ও ৮৩৮ বক্স বিদেশি সিগারেট।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি হবে।দীর্ঘদিন ধরে একটি চক্র ট্যাক্স ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পথে আনা ভারতীয় পণ্য এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করত।

আমাদের কাগজ/ইদি