লাইফ স্টাইল ১৪ অক্টোবর, ২০২২ ০৭:৫৫

ছারপোকা দূর করার উপায়

ফাইল ছবি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ছারপোকা। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো এই পোকা। এরা মূলত সবচেয়ে বেশি হয় বিছানা, মশারি, বালিশ, সোফা, এইসমস্ত জিনিসে। রক্ত চুষে খায় এই পোকা।

যেসব উপায়ে তারাবেন ছারপোকা-

পুদিনা পাতা :

পুদিনা পাতার গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। তাই যেখানে ছারপোকা বেশি সেখানে পুদিনা রেখে দিন। বিছানা, সোফার পাশে এবং বাড়ির প্রতিটি কোনায় পুদিনা পাতা রাখতে পারেন। আপনি চাইলে এর স্প্রে করতে পারেন।

নিম তেল :

সর্বপ্রথমে দুই টেবিল চামচ নিম তেল, এক কাপ জল এবং আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার নিন। তারপর পানিতে নিম তেল এবং ডিটারজেন্ট পাউডার ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ছারপোকা যেখানে আছে সেখানে ছড়িয়ে দিন।

ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল :

যে ঘরে ছারপোকার উৎপাত হয়েছে, সেখানে ল্যাভেন্ডার এসেনশিয়াল তেল স্প্রে করুন। প্রাকৃতিক এই তেলের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না, দ্রুত এলাকা ছেড়ে পালায়। যতদিন না ছারপোকা পুরোপুরি যাচ্ছে, ততদিন পর্যন্ত নিয়মিত এটি প্রয়োগ করুন। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা পোকা মারতে সহায়তা করে।

এ ছাড়াও আরও কয়েকটি কাজ করলে ঘরছাড়া হবে ছারপোকা-

বিছানা বা সোফা দেওয়াল থেকে যতটা সম্ভব দূরে রাখুন। তাতে ছারপোকার উৎপাত কমে যাবে। বাড়ির আসবাবপত্রের যত ফুটো আছে, সেগুলো আঠা দিয়ে বন্ধ করে দিন। বিশেষ করে খাটের ভিতরও ফুটো থাকতে পারে। যেখানে ছারপোকা গিয়ে লুকিয়ে থাকে। সেগুলো ভালো করে বন্ধ করে দিন।

ঘর পরিষ্কার করুন। মনে রাখবেন, ঘর যত অপরিষ্কার থাকবে, ততো ছারপোকার উৎপাত বাড়বে। ঘর পরিষ্কার থাকলে কমবে এই পোকার আক্রমণ। ন্যাপথলিন গুঁড়ো করে বিছানার চারপাশে দিয়ে রাখলেও পালাবে ছারপোকা। তবে ঘরে ছোট শিশু থাকলে সতর্ক থাকুন।

আমাদের কাগজ//জেডআই