রাজনীতি ১৪ অক্টোবর, ২০২২ ১০:৫২

সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহে গণপরিবহন বন্ধের অভিযোগ

জেলা প্রতিনিধি: শনিবার(১৫ অক্টোবর) ময়মনসিংহে গণপরিবহন বন্ধ করে দেওয়া এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এমনটা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিএনপি নেতাদের অভিযোগ, আজ শুক্রবার বিকেলের পর থেকে ময়মনসিংহে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান বলেন, সমাবেশে যাতে জনগণ আসতে না পারে সে জন্য ময়মনসিংহ অঞ্চলের সর্বত্রই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিএনপিকে সার্কিট হাউস ময়দানে সমাবেশের অনুমতি না দিলেও সরকারি দলকে ‘কাউন্টার’ প্রোগ্রাম করার অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির গণসমাবেশকে ঘিরে বিকেলের পর থেকে ময়মনসিংহে গণপরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা- এমন অভিযোগের ব্যাপারে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা বলেন, বাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত মালিক সমিতি নেয়নি। তবে কোনো মালিক যদি বাস চলাচল বন্ধ রাখে সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা মালিক সমিতির কিছুই করার নেই।

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে সমাবেশ করার আবেদন করেছিল বিএনপি। তবে প্রশাসন সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। এ ব্যাপারে আজ সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, চট্টগ্রামে সমাবেশের তিন দিন আগেই প্যালোগ্রাউন্ডে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন। ইতোমধ্যে বরিশাল, সিলেটের সমাবেশের স্থানও দেওয়া হয়েছে। কিন্তু ময়মনসিংহে কী এমন হয়েছে যে, প্রশাসন মাঠের অনুমতি দিচ্ছে না।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে পুলিশ। জনগণকে সব বাধা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তাহলে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের জানমালের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে পুলিশ সজাগ থাকবে।

সব দলের কর্মসূচি পালনের অধিকার আছে জানিয়ে তিনি আরও বলেন, একই দিনে পৃথক স্থানে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সেদিকেও পুলিশের ব্যাপক নজরদারি থাকবে।

আমাদের কাগজ//জেডআই