রাজনীতি ১৬ অক্টোবর, ২০২২ ০৪:৩৭

বিএন‌পির সমা‌বেশ তুলনামুলক ফ্লপ নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএন‌পির বিভাগীয় সমা‌বেশ বিগত কয়েক বছরের তুলনায় এবার ফ্লপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিজ দলের নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক আওয়ামী লীগ নেতা বিএন‌পির বিভাগীয় সমা‌বেশগু‌লো‌তে লোক সমাগম নি‌য়ে স‌ঠিক তথ্য তু‌লে ধর‌ছেন না। তারা অনেকে ব‌লে‌ছে, ৩০, ৩৫ বা ৫০ হাজার লোক হ‌য়ে‌ছে। কিন্তু আমি বলছি এক লা‌খের মতো জনসমা‌গম হ‌য়ে‌ছে।

ওবায়দুল কাদের বলেন, সত্যকে আড়াল ক‌রে তো লাভ নেই, সত্য আড়াল করব কেন?  আমি প্রধানমন্ত্রীকে ব‌লে‌ছি, লা‌খের কা‌ছে লোক হ‌য়ে‌ছে। এটা আওয়ামী‌ লী‌গের বহু লোক স্বীকার কর‌তে চাই‌বে না, বল‌বে ৩০ হাজার, ২৫ হাজার হ‌য়ে‌ছে।  বিএন‌পি সমাবেশে গত ক‌য়েক বছ‌রে যে ভা‌বে লোক সমাগম ক‌রে‌ছে সে তুলনায় এটা‌কে ফ্লপ বলা আমার ম‌নে হয় স‌ঠিক নয়। আমরা শুধু তা‌দের ব‌লি শা‌ন্তিপূর্ণ থা‌কেন।

এ সময় তিনি বলেন, সমা‌বে‌শে বিএন‌পির লোক দে‌খে আমরা ভয় পাই না। তারা যত লোক টা‌র্গেট দেয় ততো লোক কি হ‌বে? (বিএন‌পির সমা‌বে‌শে লোক সমা‌বেশ নি‌য়ে)। ঢাকায় ১০ লাখ বসান, আমরাও ৩০ লাখ বসা‌তে পা‌রি। কিন্তু যানযজটের কি অবস্থা হ‌বে? অভাব ও ক‌ষ্টে র‌য়ে‌ছে এ ধর‌নের কিছু মানুষ বিএন‌পির সভা-সমা‌বে‌শে অংশ নি‌চ্ছেন ব‌লে দা‌বি ক‌রেন কা‌দের। 

‌খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে বিএন‌পি দে‌শে চো‌খে পড়ার মতো কো‌নো আন্দোলন করতে পারেনি উল্লেখ করে কাদের বলেন, এখন তা‌দের আন্দোলন দে‌খে সরকা‌রের মাথা ঠিক আছে। বিএন‌পি‌কে বলব, আপনা‌দের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ ক‌রে আবার পেট্রল বোমা নি‌য়ে নাম‌বেন, আমরা তো সেই ভয় কর‌ছি।

আমাদের ফখরুলরা ইভিএম চাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে।  দেশের সংবিধান সম্মত নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

আমাদের কাগজ/ইদি