খেলাধুলা ১৯ অক্টোবর, ২০২২ ১১:৪০

হাড্ডি হাড্ডি লড়াই চলছে ‘এ’ গ্রুপে

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: নামিবিয়ার বিপক্ষে এক ম্যাচ হারার পরই নিজেদের চেনা রুপে ফিরেছে শ্রীলংকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েছে। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে উড়তে থাকা নমিবিয়া। এর ফল সবারই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। আর এতেই জমে উঠেছে সুপার টুয়েলভের সমীকরণ। সমান দুই ম্যাচ শেষে নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, নামিবিয়ার ২, শ্রীলঙ্কার ২ ও আরব আমিরাতের ০। 

তিন দলের মধ্যে নামিবিয়ার রান রেট সবচেয়ে ভালো। তাই তারা আরব আমিরাতকে হারালেই পেয়ে যাবে সুপার টুয়েলভের টিকিট। ডাচরা জিতলেও যাবে পরের রাউন্ডে। তবে এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কার শুধু জিতলেই হবে না, ব্যবধানটাও বড় হতে হবে।

এ জন্য আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার আক্ষেপ, ‘আমরা ১৮০-১৯০ রান করতে পারতাম। দেড় শতে থামাটা হতাশার। মিডল অর্ডারে ভালো করিনি, দায় আমারও আছে। নিশাঙ্কা পুরো ইনিংস খেলতে চেয়েছে। ওর পারফরম্যান্সে আমি খুশি। ’

দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে ১২১ রান করেছিল নামিবিয়া। পুরোপুরি ব্যর্থ তাদের টপ অর্ডার। শ্রীলঙ্কাকে হারানোর নায়ক ইয়ান ফ্রাইলিংকের অবদানই সবচেয়ে বেশি, ৪৮ বলে ৪৩ রান। জবাবে এক উইকেটে ৯২ রান তুলে ডাচরা সহজ জয়ের পথে ছিল। শেষ ৩৭ বলে তাদের দরকার ৩০ রান। সেখান থেকেই দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ডাচরা। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৪ আর শেষ ওভারে ছয় রান।

প্রথম ম্যাচের নায়ক বাস ডি লিড শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি আর তৃতীয় বলে দুই রান নিয়ে মিলিয়ে ফেলেন অঙ্কটা। ৩০ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার জিতেছে ডি লিড। তবে লক্ষ্য এখনো পূরণ না হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন না নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ‘এখনো সব কিছু আমাদের হাতে আছে। শুধু জিততে হবে তৃতীয় ম্যাচটা। ’

 

আমাদের কাগজ//টিএ