জাতীয় ১৯ অক্টোবর, ২০২২ ১১:১৬

রূপপুরে দ্বিতীয় চুল্লির কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে আর্থিক অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করেন। প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার এক বছরের মাথায় দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন শুরু হচ্ছে, যা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণকাজ শেষ হলে রূপপুর কেন্দ্রের দুটি ইউনিটে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।

রাশিয়ানসহ সাড়ে ৪ হাজারের অধিক বিদেশি ও বাংলাদেশি মিলিয়ে ২৩ হাজার মানুষ দিন-রাত কাজ করছেন।  পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ায় এই চুল্লি স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। পরমাণুবিজ্ঞানীরা এই চুল্লিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হার্ট বা হৃদপিণ্ড বলে অভিহিত করে থাকেন।

দেশের সর্ববৃহৎ এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি স্থাপন কার্যক্রম ঘিরে প্রকল্প এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত বড় বড় বিলবোর্ড প্রকল্প এলাকায় স্থাপন করা হয়েছে। রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিও। উদ্বোধনী আয়োজনে পাঁচ শতাধিক দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নিজেও রূপপুরে অবস্থান করছেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়াদি তদারক করছেন। এছাড়া মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকল্প এলাকায় রয়েছেন। এসেছেন রাশিয়ার বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আমাদের কাগজ/ ইদি