অপরাধ ও দুর্নীতি ১৯ অক্টোবর, ২০২২ ০৯:১৩

১ কোটি টাকার স্বর্ণসহ আটক ৫

হিলি প্রতিনিধি: ২৪টি স্বর্ণের বারসহ পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এদের আটক করে শুল্ক গোয়েন্দা সংস্থা।

আজ বুধবার(১৯ অক্টোবর) হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগমুহূর্তে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা অবস্থায় ২৪টি বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ২ কেজি ৪শ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলা সদরের বাসুদেবপুর গ্রামের নিমাই দাসের ছেলে মনোরঞ্জন দাস, তার পাসপোর্ট নং- EF0285561, একই জেলার ঘিওর থানার নয়াচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, তার পাসপোর্ট নং- EB0268952, একই জেলার ঘিওর উপজেলার মোতালেব মোল্লার ছেলে জসীম উদ্দিন, একই জেলাসদরের শামসুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার লোকিহারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান।

হিলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে প্রবেশের সময় হিলি  ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে বিকাল ৩টার দিকে প্রথমে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেহে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ১৪টি স্বর্ণের বারসহ আরো তিনজনকে আটক করা হয়। এরা নিয়মিতভাবে বিমানযোগে ভারতে যাতায়াত করত। তবে সম্প্রতি তারা এ পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানান এ কর্মকর্তা।

আমাদের কাগজ//জেডআই