জাতীয় ২১ অক্টোবর, ২০২২ ০৪:৪২

২৪ ঘণ্টায় মৃত্যু নেই ডেঙ্গুতে, ভর্তি ৮৯৬ জন

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৯৬ জন। তবে এ সময় কেউ মারা যাননি। চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে গত ১৪ অক্টোবর সর্বশেষ মৃত্যুশূন্য দিন ছিল।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩০৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১০৫ জন।  আর চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২০৭ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ১৮২ জন, আর বাকি ১ হাজার ২৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৯  হাজার ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৭৯০ জন।

আমাদের কাগজ/ইদি