শিক্ষা ২৩ অক্টোবর, ২০২২ ০৬:৩৮

শিক্ষা কার্যক্রম বর্জন শেখ হাসিনা মেডিকেল শিক্ষার্থীদের

হবিগঞ্জ প্রতিনিধি১২ দফা দাবিতে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সময় তারা অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বর্জন করেছেন।

রোববার সকালে কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, কলেজে শিক্ষক সংকট রয়েছে। স্থায়ী ক্যাম্পাস নেই। পর্যাপ্ত ক্লাস রুম আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। কারণে শিক্ষা কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে। এসব দ্রুত সমাধানের জন্য তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন। মানববন্ধনের আগে অধ্যক্ষের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউ ফিল্ডে এক জনসভায় হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০১৫ সালের ১২ জানুয়ারি ৫০ জন ছাত্রছাত্রীকে ভর্তির জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে ডা. মো. আবু সুফিয়ানকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ক্লাস নেওয়ার জন্য স্থান না পাওয়ায় তখন কোনো শিক্ষার্থী ভর্তির জন্য অনুমোদন পায়নি।

 ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালের বহুতল ভবনে কলেজের শিক্ষা কার্যক্রম চলছে।

 

 

 

আমাদের কাগজ/টিআর