খেলাধুলা ২৪ অক্টোবর, ২০২২ ১২:০৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও বরাবরের মতোই বাংলাদেশ শেষ পর্যন্ত ভালো ব্যাট করতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।

ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দারুণ শুরু এনে দিয়েছিলেন। দলের ৪৩ ও ৪৭ রানের মধ্যে দুজন ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস এবং সাকিব আল হাসানকে নিয়ে আশা থাকলেও  ক্রিজে নেমে থিতু হতে পারেননি তারাঁ।

দলের ৭০ রানে ব্যাট হাতে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার সঙ্গে জুটি বেধে দলীয় রানের খাতা বড় করেন আফিফ। দলীয় ১২০ রানে ফিরেন যান সোহান। ১৮ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর আফিফও মাঠ ছেড়ে যান। ২৭ বলে ৩৮ রান করেন তিনি। এটিই দলের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ একক রান। এরপর মোসাদ্দেক ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। মোসাদ্দেকের ১২ বলে ২০ রানের ঝড়ো ইনিংসে ১৪৪ এ থামে বাংলাদেশের রানের চাকা।

ম্যাচে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন নেদারল্যান্ডসের ফন মিকেরেন ও ডি লেডস। এছাড়া একটি করে উইকেট নেন, টিম প্রিঙ্গল, শারিজ আহমেদ, লোগান ভ্যান বিক ও ফ্রেড ক্লাসেন।

 

আমাদের কাগজ//টিএ