জাতীয় ২৪ অক্টোবর, ২০২২ ০৩:৪০

যেসব স্থানে পাওয়া যাবে টিসিবির চিনি

নিজস্ব প্রতিবেদক: দেশে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই লাগামহীন। চাল, ডাল, তেল, আটার বাইরে আলাদা করে অন্য কোনো পণ্যের দাম বৃদ্ধি নিয়ে আলোচনাও কম। আর এই ফাঁকে নীরবে দাম বাড়ছে আরেক অত্যাবশ্যক পণ্য চিনির।

এবার চিনির বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠায় রাজধানীতে ৫৫ টাকা দরে চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। সোমবার দুপুর থেকে ঢাকার গুরুত্বপূর্ণ জনবহুল ১১টি স্থানে টিসিবির ট্রাক থেকে চিনি বিক্রি করা হচ্ছে।

রাজধানীর মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারবেন।

একজন সর্বোচ্চ এক কেজি চিনি কিনতে পারবেন বলে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করবে। সোমবার দুপুর ১টা থেকে প্রতি কেজি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি কেজি করে চিনি বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যে কোনো ক্রেতা টিসিবির চিনি কিনতে পারবেন।

এতোদিন টিসিবি ট্রাকের মাধ্যমে ডাল, সোয়াবিন তেল, চিনি পেঁয়াজ বিক্রি করে আসছিল। চলতি বছরের শুরু থেকে দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবির ট্রাক সেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আমাদের কাগজ/ ইদি