সারাদেশ ২৫ অক্টোবর, ২০২২ ০৪:১৯

মীরসরাইয়ে ড্রেজার উল্টে নিখোঁজ ৮

চট্টগ্রাম প্রতিনিধি: মীরসরাইয়ের উপকূল এলাকায় একটি ড্রেজার উল্টে ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ড্রেজারডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছে। 

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, সাগরে উল্টে যাওয়া ড্রেজারটি দেখা যাচ্ছে। আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। ঘূর্ণিঝড় ও জোয়ারের কারণে সাগর উত্তাল রয়েছে।

এদিকে ঘটনাস্থলে যাওয়া মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, বালিবোঝাইয়ের কাজে নিয়োজিত ট্রলারটি উপকূল থেকে দূরে সাগরে অবস্থান করছিল। বিপদসংকেত জারির পর ইউএনও এবং মীরসরাই থানার পক্ষ থেকে ইকোনমিক জোন বাস্তবায়নকারী সংস্থা বেজাকে তাদের আওতাধীন সকল নৌযানকে নিরাপদে সরিয়ে আনার সিদ্ধান্তের কথা অবহিত করা হয়।

বেজা কর্তৃপক্ষ সেখানে কারখানা স্থাপনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিযুক্ত ঠিকাদাররা প্রায় সব নৌযান শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেন। শুধুমাত্র এমভি সৈকত- এন্টারপ্রাইজ নামে ড্রেজারটি সাগরে অবস্থান করছিল।

ইউএনও মিজানুর রহমান বলেন, ‘যে ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে ড্রেজারটি বালি উত্তোলনের কাজে যুক্ত ছিল, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, বেজা নির্দেশে ওই ড্রেজার থেকে শ্রমিকদের নিয়ে আসার জন্য তিন দফা ট্রলার পাঠানো হয়েছিল। বিকেলে, সন্ধ্যায় এবং রাত ৯টায়- তিনবার ট্রলার যায়। ট্রলারে মোট জন ছিলেন। এর মধ্যে বাবুর্চি আব্দুস সালাম ছাড়া কেউ ফিরতে রাজি হননি। রাত আনুমানিক ১০টার দিকে প্রচণ্ড জোয়ারের মধ্যে ড্রেজারটি উল্টে গিয়ে ডুবে যায়। ড্রেজারে থাকা বাকি আট শ্রমিক নিখোঁজ আছেন বলে জানিয়েছেন আব্দুস সালাম।

 

আমাদের কাগজ/ ইদি