রাজনীতি ২৬ অক্টোবর, ২০২২ ০৩:০১

জনগণ ছাড়া আন্দোলন করে সরকার হটানো যায় না: শিক্ষামন্ত্রী

যশোর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না, সে আন্দোলন কখনো গণআন্দোলনে পরিণত হয় না। সেই আন্দোলনে সরকারকে সরানো যাবে না।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারাই আজ গণতন্ত্রের জন্য কাঁদছে। তারা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। জনগণ যা চায়, তারা তার ঠিক বিপরীত কাজ করতে চায়। বিএনপি অগ্নিসংযোগকারী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।

দীপু মনি বলেন, আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়েই যেন কর্মসূচি ঘোষণা করে।

 

আমাদেরকাগজ/এইচএম