খেলাধুলা ২৮ অক্টোবর, ২০২২ ০৪:৪৯

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান-আয়ারল্যান্ডের পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচটি পণ্ড হয়েছে বৃষ্টির কারনে। বৃষ্টিকে বিজয়ী মেনে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি।মনে হচ্ছে মেলবোর্নের আকাশ থেকে নেমে আসা বৃষ্টিধারা যেন থামবেই না বলে পণ করেছে। তাতে ম্লান হয়ে যাচ্ছে বিশ্বকাপের উত্তেজনা, জটিল হচ্ছে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ।

শুক্রবার একইদিনে দুটি ম্যাচ গেল বৃষ্টির পেটে।

দিনের প্রথম ম্যাচের পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও ঘটেছে একই পরিণতি।

বাংলাদেশ সময় দুপুর ২টার খেলা শুরুর কথা ছিল ফিঞ্চ-বাটলারদের। বৃষ্টি কমেছিল, থেমেছিলও। ওভার কমে আসা ম্যাচের আশা ছিল। ঘণ্টা দুই অপেক্ষার পর দুই ফিল্ড আম্পায়ার আউটফিল্ড অতিমাত্রায় ভেজা থাকায় খেলা চালানো সম্ভব নয় জানিয়ে দেন। বিকাল পৌনে ৪টার খানিক পর খেলা পরিত্যক্ত হওয়ার সংবাদ আসে।

২ ম্যাচে ৩ পয়েন্ট তুলে রানরেটে এগিয়ে থাকায় সবার উপরে নিউজিল্যান্ড। গ্রুপ-১টিতে তাদের সমান পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড তিনে। দুইয়ে উঠে এসেছে ৩ পয়েন্টের ইংল্যান্ড, রানরেটে পার্থক্য গড়ে। চারে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়ার পয়েন্টও ৩।

মজার ব্যাপার হল কোনো ম্যাচ না জিতেই এই গ্রুপে আফগানরা পকেটে ২ পয়েন্ট পুরেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তারা বৃষ্টির কল্যাণে পয়েন্ট ভাগাভাগি করেছে।

একইদিনে দুই ম্যাচ পণ্ড হওয়ার সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপের খেলায় নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এখন সমান ৩ পয়েন্টে আছে। দুই পয়েন্ট করে তুলে রানরেটের বিচারে পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাতে সেমিফাইনালের টিকিট কাটার লড়াই আরও উত্তাপ ছড়ানোর অপেক্ষায়।

আমাদের কাগজ/ইদি