চাকুরীর খবর ২৯ অক্টোবর, ২০২২ ০৯:৫৪

বেসিক ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

আমাদের কাগজ ডেস্ক: বেসিক ব্যাংক লিমিটেড বিভিন্ন ক্যাটাগরির ১৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আইসিটিসংশ্লিষ্ট বিভিন্ন গ্রেডের ৮ ক্যাটাগরির ১৭টি শূন্য পদে প্রাথমিকভাবে যোগ্য ১৩৮ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ৯টায় শুরু হবে। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় ১০ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তি অনুসারে ডেপুটি ম্যানেজার (আইসিটি)–সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার (আইসিটি)–ডিসি/ডিআরএস মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)–সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ৮, ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট পদের মৌখিক পরীক্ষা ১০ নভেম্বর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদের মৌখিক পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও অফিসার (আইসিটি)-হার্ডওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ৮, ৯ ও ১০ নভেম্বর এবং অফিসার (আইসিটি)-ইওডি স্পেশালিস্ট পদের মৌখিক পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটি পদের জন্য এতদসংক্রান্ত এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষা শুরুর আগে অবশ্যই বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

 

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সূচি দেখতে  এই লিংকে ক্লিক করুন।


আমাদেরকাগজ/এইচএম