শিক্ষা ৩০ অক্টোবর, ২০২২ ১২:০৫

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে সেফটিনেট ছাড়া একটি বহুতল ভবনের কাজ চলছিল। প্রাইভেট পড়া শেষে বহুতল ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে প্রাণ হারিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম জিহাদ (১৯)। তিনি ঢাকা উদ্যান এলাকার অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল বরিশাল জেলার মুলাদী উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটি সেফটিনেট ছাড়াই নির্মাণের কাজ চলছে। স্থানীয়রা এ বিষয়ে বারবার অভিযোগ করলেও ভবনের মালিক কারো কোনো কথা না শুনে জোর করে প্রভাব খাটিয়েই সেফটিনেট ছাড়া কাজ করে যাচ্ছিলেন। আজ ভবনটির ৬ তলায় কাজ করার সময় নিচে একটি ইট পড়ে যায়। এ সময় নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীর মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন শিবলী নোমানী বলেন, জাহিদুল এখানে একটি স্কুলে পড়তো। এবার এসএসসি পরীক্ষা দেবে। ঢাকা উদ্যানে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। প্রাইভেট শেষ করে আসার সময় ভবন থেকে ইট পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সে পাশেই একটি স্কুলে পড়াশোনা করত। সেই সুবাদে নবীনগর হাউজিং এলাকায় সাদেক অ্যাগ্রো ফার্মের পেছনে একটি বাসায় মেসে থেকে পড়াশোনা করত। ঢাকায় তার কোনো আত্মীয়স্বজনও নেই। হঠাৎ করে সে এভাবে দুর্ঘটনার কবলে পড়ে চলে যাবে- তা আমরা কল্পনাও করতে পারিনি। এ ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আপাতত লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আমরা পরিবারের কাছে হস্তান্তর করব। নিহতের আত্মীয়স্বজনকে খবর দিয়েছি। তারা আসলে এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

আমাদেরকাগজ/এইচএম