জাতীয় ৩০ অক্টোবর, ২০২২ ০৩:৫৪

রসিক নির্বাচনের তারিখ জানালেন নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন (কমিউনিটি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, নভেম্বর বা ডিসেম্বরে এই নির্বাচনের তফসিল দেওয়া হবে। 

রোববার (৩০ অক্টোবর) নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে।

সাবেক এই ইসি সচিব বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেরার বিষয়ে কমিশন সভায় পরে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আপত্তিকে গুরুত্ব দেই। তবে কোনটা সুবিধা সেটা আমলে নিই। আগামীতে সিটি করপোরেশন বা পৌরসভায় যে নির্বাচন হবে সেখানে ইভিএম, সিসি ক্যমেরা ব্যবহার করবো।

ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধ রাখবেন কি না- এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, যদি আমাদের কারিগরি সামর্থ্য হয় তবে কারও কথা শোনার তো কোনো সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আমাদের।


আমাদেরকাগজ/এইচএম