রাজনীতি ১ নভেম্বর, ২০২২ ১২:১৩

সরকারকে যে বার্তা দিলো জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: রোববার রাতে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা না করা পর্যন্ত অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি।

তবে আজ (সোমবার) জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করা হবে বলে আশ্বস্ত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এমন আশ্বাসে দলের সংসদ সদস্যরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সংসদে যোগ দেন।

এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় জাতীয় পার্টি। আর তা হলো- সরকার যেন জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার না করে। দলের অভ্যন্তরীণ বিষয়ে জাতীয় পার্টি নিজেই সিদ্ধান্ত নেবে। সরকারের প্রভাব এখানে আর চলবে না।

জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলছেন, যতই সমালোচনা করা হোক না কেন, দল এখনো সরকারের সঙ্গেই আছে। তাই বলে সরকার পার্টির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, এটা তো ঠিক না।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ প্রসঙ্গে বলেন, স্পিকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন যার কারণে আমরা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই তার আশ্বাসে আস্থা রেখে সংসদে যাব।

তিনি আরও বলেন, সমস্যা সৃষ্টি করা আমাদের কাজ নয়। আমরা সমস্যার সমাধান চেয়েছিলাম। আশা করি, সমস্যাটি কার্যকরভাবে সমাধান করা হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য বলেন, আমরা সরকারকে একটাই বার্তা দিতে চাই যে, আমরা আমাদের দল চালাতে চাই। এখানে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। আমরা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না এবং আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়ে সরকারের কোনো প্রভাব বিস্তার করা উচিত নয়। জাতীয় পার্টি কাকে সংসদ নেতা বানাবে সেটা তার নিজস্ব বিষয়। জাতীয় পার্টির নিজস্ব গঠনতন্ত্র আছে, সেই অনুযায়ী দল চলবে।

 
আমাদেরকাগজ/এইচএম