সারাদেশ ২ নভেম্বর, ২০২২ ০৪:০২

দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। বিচারক ওই দুই আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজীর ছেলে বুলু (৪০) ও একই এলাকার মোকলেছার রহমানের ছেলে সাগর (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর বিকেলে গৃহবধূ স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ওই গ্রামে সাগরের সঙ্গে দেখা হলে একটি ইজিবাইকের ব্যবস্থা করে দেওয়ার জন্য গৃহবধূ অনুরোধ করেন। সাগর ওই গৃহবধূর সম্পর্কে পাড়াতো মামা হন। পরে সাগর অন্য সড়কে নিয়ে গিয়ে ইজিবাইকে উঠিয়ে দেবেন বলে জমিবাড়ীর আইল দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে বুদুকে ডেকে নেন। পরে ক্ষেতের মাঝখানে বুদু গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে গৃহবধূর চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে দুইজন পালিয়ে যায়।

পরদিন ২১ নভেম্বর গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ফুলবাড়ী থানা পুলিশ ২ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিরা প্রথমে ১৬১ ধারায় পুলিশের কাছে ও পরে ১৬৪ ধারায় বিচারকের কাছে জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আসামিদেরকে মৃত্যুদণ্ডের সাজা দিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. তৈয়বা বেগম বলেন, ‘আমরা মামলাটি খুবই দ্রুতভাবে শেষ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে আমরা খুশি। মামলাটি যত দ্রুত শেষ হয়েছে তত দ্রুত রায় কার্যকর হবে বলে আমরা আশা করছি।

আমাদের কাগজ /ইদি