খেলাধুলা ৩ নভেম্বর, ২০২২ ০৪:০৩

ধাক্কা সামলে বড় সংগ্রহ পাকিস্তানের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বাঁচা মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান।  টস জিতে ব্যাট করতে নেমে  ৪৩ রানে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় পাকিস্তান। তবে মিডল অর্ডারে ইফতিখার-শাদাবদের ঝড়ে বাঁচা-মরার লড়াইয়ে ৯ উইকেট ১৮৫ রানের সংগ্রহ পেয়েছে পাকিস্তান। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিডনির আকাশ ছিল পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। শুরুতেই মোহাম্মদ রিজওয়ান ৪ রান করে বোল্ড হন। বাবর আজম ধুঁকে ধুঁকে ব্যাট করে ১৫ বলে মাত্র ৬ রান যোগ করে সাজ ঘরে ফেরেন। 

অন্য প্রান্তে মোহাম্মদ হারিস ছিলেন সাবলীল। ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা এই ব্যাটার ১১ বলে ২৮ রানের দারুণ ইনিংস খেলেন। তিনি তিনটি ছক্কা ও দুটি চারের শট দেখান। এরপরই ফিরে যান চারে নামা শান মাসুদ (২)।    

ওই বিপর্যয় থেকে ধসে যেতে পারতো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তবে পাঁচে নামা ইফতিখার ও মোহাম্মদ নওয়াজ ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। বাঁহাতি স্পিন অলরাউন্ডার নওয়াজ ২২ বলে ২৮ রান করে আউট হন। 

পরেই জুটি গড়েন ইফতিখার ও লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান। তারা যোগ করেন ৮৩ রান। পরপর ফিরে যাওয়ার আগে শাদাব খান ২২ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও তিনটি চার আসে। ইফতিখান ৩৫ বলে ৫১ রান করেন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার এনরিক নরকিয়া ৪ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া লুঙ্গি এনগিডি, কাগিসু রাবাদা, ওয়েন পার্নেল ও তাবরেজ শামসি নিয়েছেন একটি করে উইকেট। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার।

 

আমাদের কাগজ//টিএ