জাতীয় ৪ নভেম্বর, ২০২২ ০৬:১৮

রাতে তাপমাত্রা কমার আভাস আবহাওয়া অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। ইতোমধ্যে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে করে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে, এটা শীতের আগাম বার্তা। এছাড়া চলতি বছর নির্ধারিত সময়ের আগেই শীত পড়তে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আমাদের কাগজ//জেডআই