সারাদেশ ৫ নভেম্বর, ২০২২ ১২:২২

রাতেই কানায় কানায় পরিপূর্ণ বিএনপির সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই বরিশালে বিএনপির গণসমাবেশ। তবে সমাবেশের আগের রাতে নগরীর বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতের মতো শুক্রবার (৪ নভেম্বর) রাতেও নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান করছেন। তবে গতকাল রাতের তুলনায় আজ ভিড় বেড়েছে।

সমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ড. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব ও নবী সোহেল বরিশালে রয়েছেন।

সমাবেশ সম্পর্কে বিএনপির নেতারা বলছেন, এবারের গণসমাবেশে আগের রেকর্ড ভাঙবে জনসমাগম। সময়ে সময়ে সমাবেশ স্লোগানে সমাবেশস্থলকে সচল রাখা হয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বাগান।

গণসমাবেশের সভাপতি বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, অন্যান্য বিভাগের মতো বরিশালেও বাধা দিয়ে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সমাবেশস্থল ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনো নেতা-কর্মীরা আসছেন। তাদেরকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি শেষ। সরকারের কোনো বাধাই এখন কাজে আসলো না। মানুষ আর এই সরকার চায় না বলেই শত বাধা-নির্যাতন সত্যেও সমাবেশে ঢল নেমেছে। আগামীকালের ঐতিহাসিক সমাবেশে সরকারের ভাগ্য নির্ধারণ হবে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ,  খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করার কথা রয়েছে। এটি বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ।

আমাদেরকাগজ/এইচএম