বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ নভেম্বর, ২০২২ ১১:৪৯

 ৫ম শিল্প বিপ্লবের নেতৃত্বের ঘোষণা দিলেন মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত দু'দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ দিনে ৫ম শিল্প বিপ্লবের ঘোষণা  দিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।  তিনি বলেন, সামনের দিন ৫ম শিল্প বিপ্লবের এবং এই বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। এই ধরনের ঘোষণা বাংলাদেশে এই প্রথম।  

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘােষণা দেন। 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তারুন্য। এই তরুনদের যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে চতুর্থ শিল্পবিপ্লবে নিয়েই পঞ্চম শিল্পবিপ্লবেও নেতৃত্ব দিবে বাংলাদেশ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা চারপাশে তাকালেই দেখি সব কর্মে সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেন বঙ্গবন্ধু। বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন, আইটিইউর সদস্য পদ অর্জন, বিশ্ব ডাক সংস্থা (ইউপিইউ)'র সদস্য পদ অর্জন, এখন যাঁরা লাফালাফি করেন তারা একসময় ভাবতো সাবমেরিন ক্যাবলে যুক্ত হলে দেশের তথ্য বাইরে পাচার হয়ে যাবে। আসলে বিএনপি কোন নতুন জিনিস গ্রহণ করতে ভয় পায়।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর,  প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর।