স্বাস্থ্য সেবা ৬ নভেম্বর, ২০২২ ০৬:০২

ডেঙ্গু পরীক্ষা করতে কত টাকা খরচ হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু পরীক্ষা করতে কত টাকা খরচ হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে ১০০ টাকা আর বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য সরকারি হাসপাতালে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষার জন্য ১০০ টাকা ফি নেওয়ার নির্দেশনা দিয়েছি। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে তিনশ’ টাকা নিতে বলা হয়েছে। এটি এখন থেকে কার্যকর হবে।

আজ পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি ছিল। আর বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছিল ৬০০ টাকা থেকে ১২০০ টাকা।

সরকারি হাসপাতালে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

উল্লেখ্য, নভেম্বর মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৬ জনের মৃত্যু হয়।

 

আমাদেরকাগজ/এইচএম