বিনোদন ৮ নভেম্বর, ২০২২ ০১:০৯

এবার বিচারক হলেন কনা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার জন্য ‘এসো মিলি সুরে সুরে’ প্রতিযোগিতার আয়োজন। একটি বেসরকারি ব্যাংক আয়োজিত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে এ প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

এরই মধ্যে ৩০-১০ জন, দশজন থেকে সেরা তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হয়েছে। কণা জানান, এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শিশির সূত্রধর, দ্বিতীয় হয়েছেন দাউদ আজাদ এবং তৃতীয় হয়েছেন জান্নাতুল মাওয়া। ‘এসো মিলি সুরে সুরে’ একই ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আয়োজিত এই প্রতিযোগিতা এর আগেও কয়েকবার সম্পন্ন হয়েছে।

এমন একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় থাকা প্রসঙ্গে দিলশাদ নাহার কণা বলেন, এর আগে আরটিভির একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করেছিলাম। তবে এবার একটু অন্যরকম অভিজ্ঞতাই হলো। কারণ আমার সঙ্গে শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু ভাই ও পার্থ মজুমদার দাদাও ছিলেন। যেহেতু এটি একটি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতা। তাই প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছেন খুব বেশি গভীরভাবে বিচার করার সুযোগ ছিল না।

যারা মোটামুটি ভালো গাইতে পেরেছেন, সুরে তালে থাকার চেষ্টা করেছেন তাদেরই আমরা সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তারা নিঃসন্দেহে সবার মধ্যে ভালো করেছেন। তাদের জন্য শুভ কামনা রইল। এদিকে কণা নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত এখন। চলতি মাসেই আরও চার/পাঁচটি শো রয়েছে কণার। আগামী মাসের জন্যও এরই মধ্যে কয়েকটি দিনের জন্য তিনি স্টেজ শোতে বুকড হয়ে আছেন। কণা জানান, মৌসুমে শোতে থাকতে পারাটাও একজন শিল্পীর জন্য আশীর্বাদের। কণার সংগীত জীবনের প্রাপ্তি হিসেবে এরই মধ্যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ সুন্দরী’ সিনেমাতে কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুর সংগীতে গান গেয়ে তিনি এই সম্মানায় ভূষিত হয়েছেন। এদিকে এরই মধ্যে কণা তৃতীয়বারের মতো সাধক হালিম বয়াতীর গান গেয়েছেন। গানের শিরোনাম ‘তুমি মুচকি মুচকি হাসো, কাছে এসে বসো’। গানটির সুর সংগীত করেছেন নাজির মাহমুদ।

 

আমাদের কাগজ//টিএ