বিনোদন ১০ নভেম্বর, ২০২২ ১১:২৮

নিজের মারা যাওয়া নিয়ে যা বললেন সামান্তা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: অটোইমিউন ডিজিজ মায়োসাইটিস রোগে আক্রান্ত সামান্থা প্রভু। অসুস্থতার কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এখন অনেকটাই সুস্থ। মুক্তির অপেক্ষায় তার তেলেগু থ্রিলার ‘যশোদা’। ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন সামান্থা।

আবেগঘন কণ্ঠে সামান্থা বলেছেন, ‘যেমনটা আমার ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সময় কখনও ভালো যায় আবার কখনও খারাপ যায়। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনোদিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি ভাবি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’

অভিনেত্রী আরও বলেন,’ আমি একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই। অনেক প্রতিবেদনে আমার আমার অসুস্থতাকে জীবনের হুমকি হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনও মরে যাইনি। আমার মনে হয় না এই ধরনে অতিরঞ্জিত শিরোনামগুলির খুব প্রয়োজন ছিল।’

‘যশোদা’র ট্রেলার মুক্তির পরপরই নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অসুস্থতার খবরে দুশ্চিন্তায় পড়ে যান ভক্তরা। ‘যশোদা’-তে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। হরি শংকর এবং হরিশ নারায়ণ পরিচালিত এই সাসপেন্স থ্রিলার মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর।

 

আমাদের কাগজ/টিএ