খেলাধুলা ১০ নভেম্বর, ২০২২ ০৩:০৬

তিন উইকেটের চাপে ভারত


নিজস্ব প্রতিবেদক:  ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৫ রান করে ক্রিস উকসের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুল। 

এরপর বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন ম্যাচ। যদিও রান তোলার গতি ছিল ধীর। এর মধ্যেই ফিরে গেছেন রোহিতও। দুই উইকেট হারিয়ে বিপদে আছে ভারত।  

বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টস হেরে ব্যাট করতে হয় রোহিত শর্মার দলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে ভারত।  


এরপর রোহিতের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। ২৮ বলে ২৭ রান করে ফেরেন রোহিত শর্মা। এরপর আউট হয়ে গেছেন সূর্য কুমার যাদবও। 

আমাদের কাগজ/ ইআ