লাইফ স্টাইল ১০ নভেম্বর, ২০২২ ০৭:১০

চুলের যত্নে যতটা উপকারি মেহেদি

লাইফস্টাইল ডেস্ক: মেহেদি আমাদের সৌন্দর্য্য বর্ধনে অনেক বেশি ব্যবহার করা হয়। তবে চুল ভালো রাখতে যেসব উপাদন অনেক বেশি কার্যকরী তার মধ্যে অন্যতম হলো মেহেদি। সুন্দর ও সুস্থ চুল পেতে চাইলে মাহেদির প্যাক ব্যবহার করতে পারেন।

জেনে নেওয়া যাক কতটা উপকারি মেহেদি-

মেহেদি চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করার পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধিও। 
মেহেদি মাথার ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে থাকা বিভিন্ন জীবাণু ও খুশকির সঙ্গে লড়াই করে। ফলে দূর হয় খুশকি ও চুলকানি।
মেহেদি চুলের খুশকি দূর করার পাশাপাশি ত্বকের পিএইচ লেভেল ও তেল নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে । ত্বকের বাড়তি তেল দূর করতে সক্ষম এই ভেষজ।
কালো চুলে মেহেদি ব্যবহার করলে আরও কালো ও ঝলমলে হয় চুল।
সাদা চুলে ব্যবহার করলে পাওয়া যায় ঝলমলে রঙিন চুল।
ক্ষতিগ্রস্ত চুল সারিয়ে তুলতে এই ভেষজটি বেশ কার্যকর।
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে ও মসৃণ করে মেহেদি।

আমাদের কাগজ//জেডআই