খেলাধুলা ১২ নভেম্বর, ২০২২ ১১:৪৪

এই বিশ্বকাপে স্বপ্ন পূরণ করতে চায় মেসি

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক:কোপা আমেরিকা জিতে ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ এখনও ঘুচলো না তাদের। তর্ক সাপেক্ষে এ শতাব্দীর সেরা ফুটবলার মেসিও অর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ট্রফিখরা কাটাতে পারেনি। আর্জেন্টিনার দলীয় আর্জন বলতে আছে কেবল এক কোপা আমেরিকার ট্রফি।

আট দিন পর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ । আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার কীর্তিও গড়ে ফেলবেন মেসি। ছাড়িয়ে যাবেন চারটি করে বিশ্বকাপ খেলা ডিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাশ্চেরানোকে।  

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন,  ‘যদিও আমাদের অনেক বড় স্বপ্ন আছে। তবে আমরা বাস্তবতাও জানি আর উপলব্ধি করছি খুব ভালো মুহূর্তে আছি। একই সঙ্গে, আমাদের বুঝতে হবে এটা বিশ্বকাপ আর খুব কঠিন জায়গা। ’

‘বিশ্বকাপে সবসময় এমন কিছু ঘটে যেটা আপনি কল্পনাও করবেন না। প্রতিটা জিনিস গুরুত্বপূর্ণ, যেকোনো কিছু আপনাকে বিশ্বকাপ থেকে ছিটকেও দেবে। আমাদের প্রথম ও শেষ ম্যাচ একই রকমভাবে দেখতে হবে। আর্জেন্টিনার দলটা এমন, তারা প্রতিটা ম্যাচ এভাবেই দেখে। একই রকম আগ্রহ নিয়ে খেলে আর আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। ’

২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। এরপর আর হারের স্বাদ পায়নি তারা। এর মধ্যে জিতেছে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকা ও ইতালিকে হারিয়ে জিতেছে ফিনালিসিমা ট্রফি।  

মেসি বলছেন, ওই ম্যাচের পর বদলে গেছে সবকিছু। তিনি বলেছেন, ‘এই দলটা শক্তিশালী হয়েছে ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর। এরপর থেকে যা কিছু হওয়ার, হয়েছে। ’

 

আমাদের কাগজ//টিএ