খেলাধুলা ১২ নভেম্বর, ২০২২ ০৩:২০

বিশ্বকাপ নিয়ে যা বললেন নেইমার

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: আলোচনা-সমালোচনা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে নিয়ে দুটোই চলে সমান তালে। তবে নেইমার যে প্রতিভাবন সেকথা অনেকেই মানেন। কিন্তু ফুটবল ইতিহাসে নেইমারের নাম লেখা হয়ে গেছে কিনা সে নিয়ে বিস্তর আলাপ আছে।

তবে নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে খোদাই করা হয়ে গেছে তার নাম। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেকে ইতিহাসবদ্ধ ফুটবলার হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি আনন্দে থাকা মানুষ। আমি নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি নিজেকে সেরা বলতে পছন্দ করি না।

আমি ফুটবল খেলতে পছন্দ করি, জিততে পছন্দ করি। প্রতিদিন আরেকটু ভালো হতে চাই। আমি সতীর্থদের সাহায্য করতে চাই। এটাই আসল। আমি আশা করি, আমার নামটা ফুটবল ইতিহাসে খোদাই করা আছে। যদি ফুটবলে না-ও হয়, কারও জীবনে নিশ্চয়ই আছে।’

নেইমারের মতো তাকে নিয়ে যারা সমালোচনা করেন, তারা সবকিছু না জেনেই করেন। তিনি কী পরিস্থির মধ্য দিয়ে যান, সেকথাও নাকি কেউ জানে না। তার কষ্ট আঁচ করতে পারা মানুষের সংখ্যাও কম।আর ফুটবলটা নিজের জন্যই খেলেন জানিয়ে নেইমার বলেন, ‘আমার হাতে কিছু নেই।

আমি প্রতিদিন নিজের যত্ন নিই, প্রতিদিন নিজেকে প্রস্তুত করি। ফুটবল খেলার জন্য যা দরকার, তা আমাকে করতে হয়। যেদিন থেকে আমি নিজের যত্ন নিতে পারব না, সেদিন থেকে আর ফুটবল খেলব না। মানুষকে বুঝতে হবে, তারা যেমন কল্পনা করেন, আমার জীবন তেমন নয়।’

 

আমাদের কাগজ//টিএ