বিনোদন ১৩ নভেম্বর, ২০২২ ১২:২১

যে কারণে মুম্বাই বিমানবন্দরে আটকা শাহরুখ খান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: কিং খানের দামি ঘড়ি পরার শখ কারো অজানা নয়। দেশে-বিদেশের বহু হাতঘড়ি রয়েছে শাহরুখের কালেকশনে। এবার সেই শখের জন্যই জেরার মুখে পড়লেন। ভারতের মুম্বাই বিমানবন্দরে শনিবার (১৩ নভেম্বর) প্রায় এক ঘণ্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 'বলিউড বাদশা' শাহরুখ খানকে।

দেশটির শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা তাকে বিমানবন্দর ত্যাগ করতে বাধা দেয় বলে জানা গেছে। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বাইয়ে ফিরছিলেন শাহরুখ। সূত্রের দাবি, অভিনেতার কাছে ১৮ লাখ রূপির খড়ির খাপ ছিল, এই জন্যই শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় শাহরুখ খানকে।জানা গিয়েছে, একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে শারজায় গিয়েছিলেন শাহরুখ। শারজা ইন্টারন্যাশন্যাল বুক ফেয়ারে বিশেষ সম্মান জানানো হয় অভিনেতাকে। অনুষ্ঠান সেরে চার্টার জেট ভিটিআর-এসজি'তে চেপে শনিবার ভোররাতে মুম্বাইয়ে ফেরেন বাদশা।

 সওয়াল-জওয়াব পর্ব মেটবার পর ৬ লাখ ৮৩ হাজার রূপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে শাহরুখকে।এমনিতে কিং খানের দামি ঘড়ি পরার শখ কারো অজানা নয়। দেশে-বিদেশের বহু হাতঘড়ি রয়েছে শাহরুখের কালেকশনে। এবার সেই শখের জন্যই জেরার মুখে পড়লেন নায়ক। জানা গিয়েছে শুল্ক অধিদপ্তরের কর্মকর্তাদের শাহরুখ সবরকম সহযোগিতা করেছেন। নিয়মমাফিক যা যা করতে বলা হয়েছে, সব শর্ত পূরণ করেছেন। ঘণ্টাখানেক জেরার পর ম্যানেজারের সঙ্গে বেরিয়ে যান শাহরুখ।

কিন্তু শাহরুখের বডিগার্ড রবি সিং এবং টিমের বাকি সদস্যরা আটকই ছিলেন।ভারতের একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ওই সব ঘড়ির বিল ছিল এসআরকে-র বডিগার্ড রবির নামে। যদিও কাস্টম ডিউটি পরিশোধ হয়েছে শাহরুখ খানের ক্রেডিট কার্ড দিয়ে। গোটা ঘটনা নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

 

আমাদের কাগজ//টিএ