বিনোদন ১৩ নভেম্বর, ২০২২ ০৭:৫৭

হেরা ফেরি ৩-তে যে কারণে দেখা যাবেনা অক্ষয়কে

বিনোদন ডেস্ক: রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া- এই ত্রয়ী ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক চরিত্রগুলির মধ্যে একটি। কিছুদিন আগেই জানা গিয়েছিল তাদের কমেডি ছবি ‘হেরাফেরি’-এর তৃতীয় সিক্যুয়েল বড় পর্দায় আসতে চলেছে। এই ছবিতে নাকি রাজুর চরিত্রে অক্ষয়ের বদলে দেখা যাবে কার্তিক আরিয়ানকে, এমনটাই শোনা গিয়েছিল। সেই খবর অবশ্য জানিয়েছেন পর্দার 'বাবু ভাইয়া'।

২০০০ সালে প্রথম মুক্তি পেয়েছিল বলিউড পরিচালক প্রিয়দর্শনের 'হেরাফেরি'। ছবিতে রাজুর চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। শ্যামের চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেঠি ও বাবু ভাইয়ার চরিত্রে দেখা গিয়েছিল আরেক শক্তিমান অভিনেতা পরেশ রাওয়ালকে। তারপর ২০০৬ সালে ফের বড় পর্দায় ফেরে এই ত্রয়ী 'ফির হেরা ফেরি'। সেই ছবিতেও দেখা যায় এই তিনজনকেই। তবে এবার ভেঙে গেল এই তিনের দল। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছবির সাফল্যের কথা মাথায় রেখেই 'হেরাফেরি ৩' ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে এই ছবিতে কারা অভিনয় করবেন, এ নিয়ে জল্পনা চলছে। প্রথম থেকেই অক্ষয় কুমারের নাম শোনা যাচ্ছিল। কিন্তু এত সব জল্পনার মধ্যে শোনা গেল 'হেরাফেরি ৩'এ থাকবেন না অক্ষয়। কিন্তু কেন এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয়?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সেই কারণ। অক্ষয় বলেন, ''এই ছবিটা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। অনেক স্মৃতি রয়েছে এই ছবিটার সঙ্গে। আমারও খারাপ লাগছিল এত বছর ধরে ছবিটার তিন নম্বর পার্টটা কেন আসছে না এই ভেবে।" ছবির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল, তবে চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। এছাড়াও কিছু সৃজনশীল মতবিরোধ ছিল। তাই আমি নিজে থেকেই পিছিয়ে যাই", জানান অক্ষয়।  


আমাদেরকাগজ/এইচএম