বিনোদন ১৪ নভেম্বর, ২০২২ ১২:১৭

গায়ক আকবরের শেষ ঠিকানা কারবালা কবরস্থান

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

বিনোদন ডেস্কঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪।

আকবরের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তার মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন তার পরিবার। সোমবার (১৪ নভেম্বর) বাদজোহর দ্বিতীয় জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, অথৈ’র আব্বুর (আকবর) জানাজা হবে বাদজোহর। তারপর যশোর কারবালা কবরস্থানে তাকে দাফন করা হবে। অথৈ’র আব্বু যদি মনের অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই ওকে ক্ষমা করে দেবেন। সবাই ওর জন‍্য দোয়া করবেন।

এর আগে তিনি একাধিক সংবাদমাধ্যমকে জানান, অবস্থার অবনতি হওয়ায় বারডেমের আইসিইউ থেকে আকবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়েছিল।

সেখানে নেয়ার আগেই পথে মারা যান গুণী এই শিল্পী। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আকবর। কিডনির অসুখ, ডায়াবেটিসের মতো জটিল রোগের পাশাপাশি পায়ে ধরেছিল পচন। আর তাতেই জীবনে নেমে আসে ছন্দপতন। ছুটি নেন গানের জগৎ থেকে।

চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পা-ও কেটে ফেলা হয় তার। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে আইসিইউতে রাখা হয়েছিল তাকে।

১০ বছর ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১৩ নভেম্ভর) না ফেরার দেশে পাড়ি জমালেন কণ্ঠশিল্পী আকবর। ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটিকে সত্যি করে দিয়ে নীরবে-নিভৃতেই যেন চলে গেলেন গুণী এ শিল্পী।

 

আমাদের কাগজ/এম টি