বিনোদন ১৬ নভেম্বর, ২০২২ ০২:৫১

নোরা'র অনুষ্ঠান বন্ধের এখতিয়ার রাখে না এনবিআর: তথ্যমন্ত্রী 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি বলিউড খ্যত অভিনেত্রী নোরা ফাতেহি আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্টেজ শো হওয়ার কথা ছিল। ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট আইন ওবিধিমালা লঙ্ঘনের দায়ে নোরা ফাতেহির স্টেজ শো বন্ধের করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতেই বিপত্তি, শো বন্ধের নির্দেশ দেয়ার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই বলে দাবি করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, সরকার ওই অনুষ্ঠান আয়োজ‌নের অনুম‌তি দি‌য়ে‌ছে, ফ‌লে তা বন্ধ করার এখ‌তিয়ার কারও নেই, আয়োজকরা অনুষ্ঠান কর‌তে পার‌বে।

স‌চিবাল‌য়ে বুধবার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নে এ কথা ব‌লেন তথ্যমন্ত্রী। তি‌নি ব‌লেন, নোরা ফতেহি একজন স্বনামধন্য অ‌ভি‌নেত্রী, কাতার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে আইটেম সং‌য়ে তিনি অংশ নেবেন।

'তাকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়, সেজন্য আমরা (তা‌কে বাংলা‌দে‌শে আসার) অনুমতি দিয়েছি।'

তথ্যমন্ত্রী ব‌লেন, 'ট্যাক্স বা ভ্যাট আদায়ের জন্য এনবিআর তাদেরকে নোটিশ দিতে পারে, তবে এনবিআর অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার রাখে না। যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, এনবিআর অবশ্যই ট্যাক্স-ভ্যাট আদায় করার পদক্ষেপ নিতে পারে।'

ডকুমেন্টারি করার কথা বলে অনুষ্ঠানের নামে আয়োজক‌দের টিকিট বিক্রি নি‌য়ে দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তথ্যমন্ত্রী ব‌লেন, 'ট্যাক্স-ভ্যাট আদায়ের বিষয়টি এনবিআর দেখবে, তবে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার কারও নেই। আমরা অনুমতি দিয়েছি সুতরাং তারা এই অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।'

আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নোরা ফতেহির স্টেজ শো হওয়ার কথা। ওই অনুষ্ঠানের আয়োজক উইমেন লিডারশিপ করপোরেশন নামে স্থানীয় একটি প্রতিষ্ঠান। ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিতে সেলিব্রেটি ওই শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়।

ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট আইন না মেনে এই অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠান‌টি বন্ধ রাখার নি‌‌র্দেশ দি‌য়ে‌ছে এন‌বিআর। তবে আয়োজকদের দাবি সব নিয়ম মেনেই তারা আয়োজন করেছেন।

 

আমাদের কাগজ/ এম টি