লাইফ স্টাইল ১৭ নভেম্বর, ২০২২ ০৮:১২

কতটা স্বাস্থ্যকর রাতে ফল খাওয়া

লাইফস্টাইল ডেস্ক: ফল যেকোনো সময়ে খাওয়া যায়! বিশেষ করে রাতে ঘুমানোর আগে ফল খাওয়া ঠিক নয়, এ কথা বলেন অনেকেই। রাতে ঘুমাতে যাওয়ার আগে সত্যিই ফল খাওয়া উচিত? চলুন জেনে নেই।

রাতের খাবার খাওয়ার সময়ে ফল খেলেও হিতে বিপরীত হতে পারে। খাবারের সঙ্গে ফল খেলে পেট ভরে যায় দ্রুত। ফলে প্রয়োজনীয় শাকসবজি এবং প্রোটিনের মতো অন্যান্য খাদ্য এড়িয়ে যান অনেকে। বিশেষ করে যারা ওজন ঝরানোর চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সব সময়েই সুষম খাদ্য প্রয়োজন। তাই ফল খেতে গিয়ে অন্যান্য পরিপূরক খাদ্য এড়িয়ে যাওয়া ঠিক নয়।

অনিদ্রার সমস্যায় ভুগছেন এমন মানুষরা রাতে ফল খেলে সমস্যা বেড়ে যেতে পারে। তাছাড়া অনেকেরই ফল খেলে গ্যাসের সমস্যা হয়। দিনের বেলা সেই সমস্যা মোকাবিলা করা গেলেও রাতে পেটে সমস্যা হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে লেবু জাতীয় ফল খেলে অনেকটাই বেড়ে যেতে পারে এই সমস্যা।

তবে রাতে ফল খাওয়া নিয়ে বিপরীত মতও রয়েছে। অনেক পুষ্টিবিদ বলেন, কলা খেলে দেহে পটাশিয়ামের ঘাটতি হয় না। ঘুমের মধ্যে অনেকের পেশিতে টান লাগে। কলা খেলে অনেকটাই কমতে পারে সেই সমস্যা। চেরিও ঘুমের আগে খাওয়ার পরামর্শ দেন অনেকে। কারণ, চেরিতে থাকা মেলাটোনিন ভালো ঘুমে সহায়তা করে।

আমাদের কাগজ//জেডআই