????? ? ???????? ১৭ নভেম্বর, ২০২২ ০৯:৪৮

র‌্যাব-পুলিশ পরিচয়ে চালকের সর্বস্ব হাতিয়ে নিতেন তিনি

নিজস্ব প্রতিবেদক: মো. ইলিয়াস (৫১)। নিজেকে কখনও র‌্যাবের মেজর আবার কখনও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিতেন। মূলত এসব ভুয়া পরিচয়ে পিকআপ ভাড়া নিতেন তিনি। এরপর সুযোগ বুঝে কৌশলে ওই চালকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যেতেন। দীর্ঘদিন থেকে বিভিন্নজনের সাথে এমন প্রতারণা করে আসছেন তিনি। অবশেষে তিনি র‌্যাবের হাতে ধরা পড়েছেন।

বুধবার তাকে গ্রেফতারের সময় একটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করে র‌্যাব-১০।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, বুধবার ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী ইলিয়াসকে গ্রেপ্তার করে। ইলিয়াস গত ১৩ নভেম্বর মোবাইলফোনে মো. ফারুক মাতুব্বর (৪৭) নামের একজন ভুক্তভোগীকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. রেজাউল পরিচয় দিয়ে ঢাকা থেকে মাদারীপুর বদলি জনিত কারণে তার বাসার মালামাল স্থানান্তর করার জন্য একটি পিকআপ ১২ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন এবং সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় যেতে বলেন।

ভুক্তভোগী ফারুক তার কথামতো ওই স্থানে গেলে ইলিয়াস চেক ভাঙিয়ে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ফারুকের কাছ থেকে লেবারের মজুরির টাকা দেয়ার কথা বলে ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ইলিয়াস বিভিন্ন সময় পিকআপ, মিনি-ট্রাক ও ট্রাক চালকদের কাছে মোবাইলফোনের মাধ্যমে নিজেকে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো অতিরিক্ত পুলিশ সুপার এবং কখনো র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মালামাল পরিবহনের উদ্দেশ্যে পিকআপ, মিনি-ট্রাক ও ট্রাক ভাড়া করতেন। পরে তার সুবিধাজনক স্থানে ডেকে এনে চালকের কাছ থেকে টাকা ও মোবাইলফোন কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যেতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।


আমাদেরকাগজ/এইচএম