অপরাধ ও দুর্নীতি ১৮ নভেম্বর, ২০২২ ০৭:৩২

পরকীয়া সন্দেহে স্বামীকে হত্যা, স্বামীর বন্ধুসহ গ্রেপ্তার স্ত্রী

আটককৃত হত্যাকাণ্ডের সহযোগী মালেক।ছবি : সংগৃহীত

আটককৃত হত্যাকাণ্ডের সহযোগী মালেক।ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পরকীয়া সন্দেহে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্বামীর বন্ধুর সহযোগিতা নিয়ে তাকে হত্যা করেন অভিযুক্ত স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকায়।

জানা যায়, পরকীয়ার অভিযোগে হরিণাকুণ্ডুর আলমসাধুচালক জসিম উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন তার স্ত্রী রীতা খাতুন। হত্যাকাণ্ডে সহযোগিতা করেন নিহত জসিমের বন্ধু মালেক। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে রীতা খাতুন ও মালেককে আসামি করে একটি মামলা দায়ের করেন।  শুক্রবার ১৮ নভেম্বর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘদিন ধরেই পরকীয়ার অভিযোগে জসিমের সঙ্গে ঝগড়াবিবাদ করে আসছিলেন স্ত্রী রীতা খাতুন। এ সময় শারীরিক নির্যাতনের অভিযোগও উঠে জসিমের বিরুদ্ধে। সম্প্রতি নারীঘটিত একটি বিষয় নিয়ে বন্ধু মালেকের সঙ্গে বিবাদে জড়ান জসিম। এ ঘটনা জসিমের স্ত্রী রীতাকে জানান মালেক।

পরে সুযোগ বুঝে জসিমকে হত্যার ছক আঁকেন রীতা ও মালেক। আসামি মালেক এর আগে একই এলাকার কৃষক আনু হত্যাকাণ্ডের আসামি ছিলেন। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের সুযোগে জসিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করত মালেক। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি সাইফুল ইসলাম।

ঘুমের ওষুধ মেশানো দুধ খাওয়ার পর জসিম ঘুমিয়ে পড়লে রাত ১১টায় মালেককে ডেকে আনে রীতা। তারপর দুজন মিলে বাড়ির পাশে মেহগনি বাগানে নিয়ে যায় জসিমকে। এ সময় রীতা জসিমের মাথার দিক ও মালেক পায়ের দিক ধরে থাকে। তারপর একটি দড়ি দিয়ে জসিমের শ্বাসরোধ করে হত্যা করে।

ওসি সাইফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে মালেককে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে রীতা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক বয়ান দিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। তারপর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

আমাদেরকাগজ/এএইচ