রাজনীতি ২০ নভেম্বর, ২০২২ ১১:০৬

খেলা দেখার সময় নেই; যা বললেন মির্জা ফখরুল  

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচের বাকি আর মাত্র ১২ ঘন্টা। বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে বিশ্বকাপের সেই ফুটবল মহারণ। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও কমতি নেই উন্মাদনা। সাধারণ মানুষ, সেলিব্রেটি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের মানুষেরাও নিজের প্রিয় দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিচ্ছেন স্ট্যাটাস। তবে, ব্রাজিলের সমর্থক হলেও এখন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ফুরসত বা সময় কোনটিই নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ নভেম্বর) একটি গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের দুর্নীতি-লুটপাট ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলছে এবং চলবে। সংগত কারণেই এখন আর বিশ্বকাপ বা ফুটবল মাথায় নেই। আগে ব্রাজিলকে সাপোর্ট করতাম। খেলা দেখার সেই পরিবেশ, সুযোগ ও সময় নেই এখন।

 

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও খুলনায় গণসমাবেশ করেছে দলটি।

সামনে আরও ৩টি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী।তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৭২ সালে (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনাও করেন তিনি। 

 
আমাদের কাগজ/এম টি