খেলাধুলা ২০ নভেম্বর, ২০২২ ১২:০৭

পোল্যান্ড ফুটবল দলের নিরাপত্তায় যে কারণে যুদ্ধবিমান

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে পোল্যান্ডও। গত মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় দুই নাগরিকের মৃত্যু হয় পোল্যান্ডে। ইউক্রেন সীমান্ত থেকে চার মাইল দূরে দেশটির পূর্বাঞ্চলে ওই হামলা হয়। তবে সেই হামলা কারা করেছে, তা অবশ্য জানা যায়নি। যদিও অনেকেই মনে করছেন এর পিছনে রয়েছে ইউক্রেনের হাত। যদিও জেলেনস্কির দেশ অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এরকম যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই আর ঝুঁকি নিতে রাজি হয়নি পোল্যান্ড কর্তৃপক্ষ। সে জন্যই যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুটবলারদের। মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এমনটা করতে হয়েছে পোল্যান্ড সরকারকে। এ যুদ্ধের আঁচ পড়েছে পোল্যান্ড সীমান্তেও।

কাতার বিশ্বকাপে পোল্যান্ডের সাথে গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকো। লেওয়নডস্কিদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ মেক্সিকো। ২৬ নভেম্বর পোল্যান্ডের সামনে সৌদি আরব। ১ ডিসেম্বর আবার আর্জেন্টিনার সামনে লেওয়নডস্কির পোল্যান্ড।


আমাদের কাগজ//টিএ