খেলাধুলা ২১ নভেম্বর, ২০২২ ০২:০২

আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্স চ্যাম্পিয়ন হলেই খুশি কাদের

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ ক্রিকেটকে আপাতত সাইডে রেখে দীর্ঘ এক মাস ফুটবলে বুঁদ থাকবেন ক্রীড়ামোদিরা। কারণ, চার বছর পর ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে  ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয়ে যাকে। ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের রাজনৈতিক শীর্ষ নেতারাও। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা দেশের রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও ছুঁয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পছন্দ কোন দল? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো মন্ত্রী বলছেন, আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের যে কেউ চ্যাম্পিয়ন হলেই তিনি খুশি।

শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে কাদের বলেন, তিনি সব দলের খেলাই দেখেন। ভালো খেলা কোনোটাই তিনি মিস করেন না। তবে, বিশ্বকাপে সুনির্দিষ্টভাবে কোনো দলতে তিনি সমর্থন না করেন না। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হলেই তিনি খুশি হবেন।

এদিকে বিএনপির মহাসচিক মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি-লুটপাট ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলছে। সংগত কারণেই এখন আর মাথায় ফুটবল নেই। আগে ব্রাজিলকে সাপোর্ট করতাম। খেলা দেখার সেই পরিবেশ, সুযোগ ও সময় এখন নেই।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় বিশ্বকাপের ২২তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রায় ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন কাতারের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞরা দর্শক মাতাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ অনেকেই পারফরম্যান্স করবেন।

বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা

আমাদের কাগজ/এম টি