খেলাধুলা ২২ নভেম্বর, ২০২২ ০৩:০৬

যেমন হবে আর্জেন্টিনার একাদশ

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: আর কিছুক্ষণ পরই মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ইনজুরির কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে  আর্জেন্টাইন কোচ। তবে ৩৬ মাস ধরে অপরাজিত থেকে দারুন ছন্দে আছে আর্জেন্টি না।

এদিকে মেসির খেলা নিয়েও জেগে ছিলো শংকা, বিশ্বকাপ খেলতে কাতার আসার পর লিওনেল মেসির কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। সে কারণে তিনি একা একা অনুশীলন করেন। তিনি ঠিক কি ধরনের সমস্যায় ভুগছেন সেটা জানা না গেলেও আজ তিনি খেলবেন তেমনটাই অনুমেয়।

এদিকে, লিসান্দ্রো মার্টিনেজের সমস্যা ও গুইদো রদ্রিগুয়েজের অসুস্থতা নতুন করে চিন্তায় ফেলছে কোচ স্কালোনিকে। অন্যদিকে ইনজুরির কারণে জোয়াকিন কোরেরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে থিয়াগো আলমান্দাকে।

সেক্ষেত্রে সৌদি আরবের বিপক্ষে ৪-৩-৩ ফরম্যাশনে খেলতে পারে আর্জেন্টিনা। শক্তিশালী আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এই তিনজনের পেছনেই থাকতে পারেন পাপু গোজেম। তার সঙ্গে মিডফিল্ডে আরও থাকতে পারেন রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারদেস।

সেন্টার ব্যাকে থাকতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি। আর স্কালোনির প্রথম পছন্দ নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো থাকবেন ফুল ব্যাকে। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, পাপু গোমেজ, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

 

আমাদের কাগজ//টিএ