রাজনীতি ২২ নভেম্বর, ২০২২ ০৩:০২

'সরকার ক্লিনিক্যাল ডেড' যা বললেন রিজভী

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকার আইসিইউতে নয়; ক্লিনিক্যাল ডেড হয়ে গেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

আ. লীগের জারিঝুরি শেষ হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, তারা আবলতাবল বলেছে। আওয়ামী লীগ সরকার আইসিইউতে নয়; ক্লিনিক্যাল ডেড হয়ে গেছে। বিএনপির গণসমাবেশ ঠেকাতে সরকার সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তার, মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্যেশ্যে রিজভী বলেন, দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে রাজপথের দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর বিকল্প নেই।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারাদেশে গণসমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও গ্রেপ্তারের হিড়িক চলছে। আওয়ামী লীগের কাজের সঙ্গে জঙ্গিদের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়াকে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে তা জঙ্গিদেরই কাজ। আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল গুন্ডা পান্ডারও দল। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে এদের কর্মকাণ্ডের মিল আছে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা জজ আদালতে সম্প্রীতি জঙ্গি ছিনতাই নাটক করা হয়েছে। অতীতেও আওয়ামী লীগ অনেকবার জঙ্গি নাটক করেছে- এসব করে লাভ হবে না। দুঃশাসন কায়েম করে আওয়ামী লীগ সরকার মিডিয়াকে ধমক দিয়ে নিজেদের পক্ষে প্রচার করেন। এসব চলবে না।

ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. আব্দুস সালামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক সরফাত আলী সপু প্রমুখ।

 

আমাদের কাগজ/ এম টি