আইন ও আদালত ২৩ নভেম্বর, ২০২২ ০৩:৩৭

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করতে পারবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কারও বিরুদ্ধে চেক ডিজওনার মামলা করতে পারবে না। অনেক দিন ধরে ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়া বেআইনি হলেও দীর্ঘদিন ধরে এমনটাই করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বুধবার (২৩ নভেম্বর) ব্র্যাংক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে ঋণ আদায় প্রসঙ্গে এ  আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ।

কোর্টের আদেশে বলা হয়েছে, ঋণ আদায় করতে ২০০৩ সালের অর্থঋণ আইন অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা করতে পারবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়া বেআইনি। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

রায়ে বলা হয়, ঋণের বিপরীতে ব্যাংকের নেওয়া চেক হচ্ছে জামানত, কিন্তু বিনিময়যোগ্য দলিল নয়। তাই সেই চেক দিয়ে ডিজঅনার মামলা করা যাবে না। এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করলে তা খারিজ করে তাদেরকে অর্থঋণ আদালতে পাঠিয়ে দেওয়ার জন্য নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

আমাদের কাগজ/জেডআই