খেলাধুলা ২৪ নভেম্বর, ২০২২ ০১:৩৭

আমরা ব্রাজিলকে ভয় পাই না

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: ২০০২ সালে সর্বশেষ ব্রাজিল পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে ব্রাজিল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে দোহার লুসাইল স্টেডিয়ামে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সার্বিয়ার  মুখোমুখি হবে সেলেসাওরা।র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল থেকে ২০ ধাপ পিছিয়ে থাকলেও সে নিয়ে মাথা ঘামাতে চান না  কোচ দ্রাগান স্তয়কোভিচ। 

তিনি বলেন,কোনো সন্দেহ নেই ব্রাজিল দারুণ দল। তাদের একটা সোনালি প্রজন্ম আছে। আমরাও প্রস্তুত, খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। আমাদের জয়ের সুযোগ আছে। ব্রাজিল নিশ্চিতভাবেই বিশ্বকাপের সেরা দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। এমন ফুটবল খেলতে চাই, যা দেশকে গর্বিত করে।’

দ্রাগান স্তয়কোভিচ জানান,‘আমরা কাউকে ভয় পাই না, এমনকি এক নম্বর দল ব্রাজিলকেও না।’ তিতের দলের জন্য এই বক্তব্যকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখা হচ্ছে। তা ছাড়া আর্জেন্টিনা ও জার্মানি অঘটনের শিকার হওয়ার পর সার্বিয়া যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

 

আমাদের কাগজ//টিএ