অপরাধ ও দুর্নীতি ২৪ নভেম্বর, ২০২২ ০৬:২১

‘বিনিময়’ ব্যবহার করে ৯৭ লাখ টাকা আত্মসাৎ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় ৯৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিনজনকে আটক করেছে সিআইডি।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি দল বুধবার বিকেলে বগুড়া শহরে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হলেন মো. গোলাম রব্বানী, মো. শামীম আহমেদ রুহুল আমিন।

রাজধানীর মালিবাগে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া সংবাদ সম্মেলনে এসব জানিয়ে বলেন, চক্রের অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।

আটককালে তাদের কাছ থেকে কম্পিউটারের সিপিইউ, বিপুলসংখ্যক মোবাইল সিম, ব্যাংকের চেক বই, ডেবিট-ক্রেডিট কার্ড, ১৪টি মোবাইল ফোন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন ধরনের রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

মোহাম্মাদ আলী বলেন, ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডিজিটাল প্রতারণার মাধ্যমে প্রায় ৯৭ লাখ টাকা আত্মসাৎ করে চক্রের সদস্যরা।

সম্প্রতি উদ্বোধন করা বাংলাদেশ ব্যাংকের বিনিময় প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল প্রতারণার মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ৯৬ লাখ ৭৪ হাজার ২৫৭ টাকা আত্মসাৎ করে। চক্রটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের CellFin এর প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিময়ে প্রবেশ করে তাদের নিজেদের বিকাশ অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা ট্রান্সফার করার জন্য অনুরোধ পাঠায়।

অনুরোধের প্রেক্ষিতে বিকাশ থেকে তাদের বিকাশের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। এভাবে নিজেদের CellFin App অ্যাকাউন্টে কোনো টাকা না থাকা সত্ত্বেও বিনিময় প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল প্রতারণার মাধ্যমে প্রতারকরা অর্থ আত্মসাৎ করে

কিভাবে এই প্রতারণার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মোহাম্মাদ আলী মিয়া।

 

 

 

আমাদের কাগজ/টিআর