খেলাধুলা ২৫ নভেম্বর, ২০২২ ০৮:২৭

প্রথমার্ধে কাতারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে সেনেগাল

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে হেরে গিয়েছে দুই দলই। ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। অন্যদিকে সাদিও মানেহীন সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। হেরে যাওয়া দুটি দল আজ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ।

শুক্রবার, ২৫ নভেম্বর যে দল হারবে তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। দোহার আল থুমামা স্টেডিয়ামে এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে প্রথমার্ধে কাতারের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে সেনেগাল। ম্যাচের প্রথমার্ধে বল পজিশন থেকে শুরু করে শট, সবকিছুতেই এগিয়ে ছিল সেনেগাল। গোলটি তারা পেয়েছে ৪১ মিনিটে। বৌলায়ে দিয়া এগিয়ে নিয়েছেন দলকে।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে প্রথমে এগিয়ে গিয়ে কখনও কোনো ম্যাচ হারেনি সেনেগাল। কাতার কি পারবে সেই পরিসংখ্যান বদলে দিতে?

আমাদেরকাগজ/ এএইচ