সারাদেশ ২৭ নভেম্বর, ২০২২ ১২:০০

দেশজুড়ে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ১০ দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বরিশালে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। বরিশালে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। এছাড়াও বাগেরহাটের মোংলাসহ সারাদেশের নৌবন্দরগুলোতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। 

বেতন/মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করছেন সারাদেশের দুই লক্ষাধিক নৌযান শ্রমিক। এর ফলে রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দরের নিজস্ব জেটি ও ইয়ার্ডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে, দাবি আদায়ে পশুর নদীতে থাকা শত শত নৌযানের কয়েক হাজার শ্রমিক কাজ ফেলে অলস বসে কর্মবিরতি পালন করছেন। স্থানীয় নৌযান শ্রমিকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিকদের। পাশাপাশি দিতে হবে, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ সুবিধা। এই দাবি আদায় না হলে, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

প্রসঙ্গত এবছর ডিসেম্বরের (২০২২) শেষেই দেশের প্রথম মেট্রোরেল ডিসেম্বরের শেষ সপ্তাহে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। 

আমাদের কাগজ/এম টি