অর্থ ও বাণিজ্য ৩০ নভেম্বর, ২০২২ ০৬:০৯

জাহাজভাঙায় ফের শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: জাহাজভাঙায় অন্যন্য বছরের মত এবারও শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। বিশ্বের অর্ধেকেরও বেশি জাহাজ বাংলাদেশে ভাঙা হয়ে থাকে এমনটাই বলা হয়েছে জাতিসংঘের উন্নয়ন ও বাণিজ্য সংস্থা (আঙ্কটাড)-এর এক প্রতিবেদনে। 

২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ১২ মাসে বিশ্বে জাহাজ ভাঙা শিল্পের ৫২ দশমিক ৪ শতাংশ বা ৮.০২ মিলিয়ন টন জাহাজ বাংলাদেশে ভাঙা হয়েছে। ২৯ নভেম্বর প্রকাশিত 'রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২২' প্রতিবেদন অনুসারে এর মধ্যে ৫৭ শতাংশ ছিল তেলের ট্যাঙ্কার, ২৫ শতাংশ বাল্ক ক্যারিয়ার ও ৯ শতাংশ তরলীকৃত গ্যাস ক্যারিয়ার।

২০২১ সালে বাংলাদেশসহ পাকিস্তান, ভারত ও তুরস্ক এই চারদেশে বিশ্বের ৯৬ শতাংশ জাহাজ ভাঙা হয়। ২০২১ সালে বিশ্বে জাহাজভাঙার পরিমাণ ১২ শতাংশ পর্যন্ত কমে ১৫.৩ মিলিয়ন টনে নেমে আসলেও বাংলাদেশে একই সময়ে জাহাজ ভাঙা ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

বিশ্বে জাহাজ ভাঙার পরিমাণ কমে যাওয়ার পেছনে প্রতিবেদনে বেশকিছু কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ এর জন্য আরোপিত বিধিনিষেধের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে বৈদেশিক রিজার্ভ রক্ষায় লেটার অন ক্রেডিটে জাহাজ আমদানি সীমিত করা।

প্রতিবেদন অনুসারে ২০২১ সালে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য মহামারির ক্ষতি কাটিয়ে উঠলেও ২০২২ সালে ঝুঁকি এবং অনিশ্চয়তার মুখে পড়ে জাহাজ ভাঙা শিল্প। ২০২১ সালে এই শিল্পখাতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৩ দশমিক ২ শতাংশ। সামগ্রিক চালানের পরিমাণ ছিল ১১ বিলিয়ন টন। ২০২০ সালে ৩ দশমিক ৮ শতাংশ হ্রাস থেকে ২০২১ সালে ৭ শতাংশ পয়েন্টের উন্নতি ঘটে। 

আমাদের কাগজ//জেডআই